মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় জাতীয় দুগ্ধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ার মওদুদ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. সহীদুল ইসলাম আকন্দ, ডা. মো. রহমত-উন-নবী, জেলা খামারী সংগঠনের সভাপতি প্রতাপ ঘোষ, গাইবান্ধা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন ও তরুণ কুমার দত্ত। অনুষ্ঠানে শিশুদের এক গ্লাস করে দুধ পান করানো হয়। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সুস্থ জাতি গঠনে দুধের কোন বিকল্প নেই। দুধের উৎপাদন, পুষ্টিগুণ, দুগ্ধজাত ও দুধের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ দপ্তর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved