আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
কোরবানি ঈদকে সামনে রেখে হাটে হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু। সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ারে তাঁর ব্যক্তিগত অফিসে স্থানিয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশে বলেন, কোরবানির সময় পশু কিনতে অনেকেরই হিমশিম খেতে হয়। এর মধ্যে অতিরিক্ত খাজনা দিতে হলে সাধারণ মানুষ যাবে কোথায়। তাই কোনো হাটেই অতিরিক্ত টোল আদায় করতে দেওয়া হবে না। আপনারা টোল চার্ট দেখে খাজনা দিবেন। চার্টের বাইরে এক টাকাও বেশি খাজনা দিবেন না। এর পরেও যদি কেউ অতিরিক্ত খাজনা নেয় সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন।
পিন্টু আরও বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে কেউ অশান্ত করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে। সরকারবিরোধী সব কর্মকান্ডকে কঠোর হাতে দমন করা হবে। আপনারা ভোট দিয়ে পুনরায় আমাকে ভাইস চেয়ারম্যানের মতো যে গুরুদায়িত্ব দিয়েছেন আগামী পাঁচ বছর এর প্রতিদান দেওয়ার চেষ্টা করব।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সান্তাহার শহর প্রেসকাবের যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ হাসান বিকাশ চন্দ্র প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved