মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মোটরসাইকেলের হেলমেট চুরির অভিযোগে মো. সিফাত উল্লাহ মোস্তফা (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানার বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। সিফাত রাইড শেয়ারিংয়ের আড়ালে এসব হেলমেট চুরি করেন। তার কাছ থেকে তিনটি হেলমেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার সিফাত একজন ধূর্ত চোর। তিনি শুধু দামি দামি হেলমেট চুরি করেন। এই কাজের সুবিধার জন্য তিনি রাইড শেয়ারিংয়ের কাজ করেন। রাইড শেয়ারিংয়ের সুবাদে সিফাত সহজেই যেকোনো মোটরসাইকেল পার্কিংয়ে যেতে পারেন। পার্কিংয়ে গিয়ে কৌশলে হেলমেট চুরি করে পালিয়ে যান।
তেজগাঁও থানার ওসি আরও বলেন, এসব কাজে যেন তিনি ধরা না পড়েন সেজন্য তার মোটরসাইকেলের নম্বর প্লেটও পরিবর্তন করে ফেলেন। তার আসল নম্বর প্লেটের পরিবর্তে ভুয়া নম্বর প্লেট লাগিয়েই চলাফেরা করেন তিনি।
এই কৌশলে হেলমেট চুরি করতে গিয়ে তাকে আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি হেলমেট উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved