পিরোজপুর প্রতিনিধি : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হওয়া ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন বরিশাল বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রণকুল ইসলাম টিপু, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু।
এ সময় অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, জনগণের ভোটে তারা নির্বাচিত নয়, তাই তাদের জনগণের জন্য কোন দায়িত্ব নেই। জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই। বিএনপি এ দেশের জনগণের দল এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে।
এছাড়াও বরিশাল বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সহ কেন্দ্রেীয় নেতারা জেরার ইন্দুরকানীতে ঘূর্নিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রন্ত নেতা-কর্মীদের বাড়ি-ঘর পরিদর্মন করেন এবং ইন্দুরকানীর বালিপাড়া ও চন্ডীপুর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved