প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ
ডোমারে ভুমিসেবা সপ্তাহ উদ্বোধন
রবিউল হক, ডোমার ( নীলফামারী) প্রতিনিধি :
"স্মার্ট ভুমিসেবা, স্মার্ট নাগরিক "- এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার ভুমি অফিস চত্বরে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ভুমিসেবা সপ্তাহ (০৮-১৪ই জুন)- ২০২৪ ভুমিসেবা সপ্তাহ উদ্বোধন করেছেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি।
উপজেলা নিবার্হী অফিসার মো : নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাগত বক্তা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা ফেরদৌসী বেগম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো : নুরন নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মনজুরুল হক চৌধুরী প্রমুখ।
এ অনুষ্ঠানে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ডোমার সরকারি বালিকা বিদ্যালয় অংশ নেন। প্রতিযোগিতায় ডোমার সরকারি বালিকা বিদ্যালয় প্রথম হয়।
নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি বলেন, বাংলাদেশ ডিজিটাল হচ্ছে,সেবাও স্মার্ট হচ্ছে। ডিজিটাইলস হওয়ার কারণে ডোমারে প্রায় ৫ কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। যারা এই মেলায় আসেনি, তাদের কাছে এই মেলার তথ্য পৌঁছে দেবেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved