শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মোদীর শপথগ্রহণে থাকছেন কংগ্রেস সভাপতি, তৃণমূলের প্রত্যাখ্যান

মোদীর শপথগ্রহণে থাকছেন কংগ্রেস সভাপতি, তৃণমূলের প্রত্যাখ্যান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজনৈতিক সৌজন্য দেখিয়ে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ‍উপস্থিত থাকার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে।
রোববার (৯ জুন) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদী। অথচ তার আমন্ত্রণপত্র শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো বিরোধী দলের কাছে পৌঁছায়নি। রাতের দিকে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিদায়ী মন্ত্রিসভার এক মন্ত্রী। সুদীপ বন্দোপাধ্যায় জানিয়েছেন, রাতে আমাকে ফোন করা হয়েছিল। কিন্তু আমার দলে ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সুদীপের মতোই রাতে আমন্ত্রণপত্র পান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার সকালেই কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাড়গে। অন্যান্য বিরোধী দলেরও কেউ কেউ আমন্ত্রণ পেয়েছেন। তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে শনিবার বিকালে ক্ষোভপ্রকাশ করেছিল কংগ্রেস। দলের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ ক্ষোভপ্রকাশ করে বলেছিলেন, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, অথচ দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর সময় তারা পাননি। মোদী মুখে বলছেন যে তিনি বিরোধীদের সঙ্গে নিয়ে এগোবেন। এটাই কি সঙ্গে নিয়ে এগোনোর নমুনা?
এদিকে শপথ নেওয়ার আগে রোববার সকালে রাজঘাটে গিয়ে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপায়ীকেও। ওয়্যার মেমোরিয়ালে গিয়ে শহীদদের স্মরণেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এদিন দুপুরেই সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে চা চক্রে যোগ দেবেন মোদী।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন