পিরোজপুর প্রতিনিধি: অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের পিরোজপুর জেলার পিরোজপুর প্রেসক্লাবে প্রকল্পের ফলাফল শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। আজ সোমবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রকল্পের ফলাফল শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়
সভায় জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি নার্গিস জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পিরোজপুর এর উপ পরিচালক বি এম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাহমিনা আলম, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক, সুফিয়া কামাল নারী সংঘ সভাপতি রাশিদা আকরাম, জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহমেদ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত খসরু।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ঝুমু কর্মকার, ক্যাপাসিটি বিল্ডিংকো-অর্ডিনেটর নূরে আলম হায়দারী, মনিটরিং কো অর্ডিনেটর তানভীর মোশাররফ, জেলা সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া, মাঠ সমন্বয়কারী আজিজুল হক, জাহাঙ্গীর ফকির মিঠু।
এসময় অপরাজিতা নেটওয়ার্কের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অপরাজিতা নেটওয়ার্কের এ পর্যন্ত তুনমূল ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যে সকল অপরজিতা নারীরা পৌছেছে তাদের সফলতার বিষয়ে আলোচনা করা হয়। সহায়ক কিছু পুরুষ রাজনৈতিক ক্ষমতায়নের জন্য নারীদেরকে এগিয়ে নেয়ারর কাজে সহায়তা করছে। রাজনৈতিতে নারীদের অন্তভূক্ত করার লক্ষে এডভোকেসি করছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved