প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
শেরপুরের রাংটিয়া রেঞ্জের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ বনবিভাগের অধীনে রাংটিয়া রেঞ্জের আওতায় গজনী বিটের ২০০৭-২০০৮ সালে সৃজিত বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার (১১জুন) বিকেলে রাংটিয়া রেঞ্জের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে এবং তাওয়াকুচা বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ সাহিল এর
সঞ্চালনায় এতে স্বাগতিক বক্তব্য রাখেন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে ৪৮জন উপকারভোগীদের মাঝে ৫০ লক্ষ ১৮ হাজার ৮ শত ৬০ টাকার চেক প্রদান করা হয়।
এসময় সকল উপকাভোগী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved