মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মাদারীপুরের শিবচরে খামারে আগুন লেগে ১৩টি কোরবানির গরু ও মুরগির খামারের সাড়ে ৩ হাজার মুরগি পুড়ে গেছে। মঙ্গলবার (১২ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা এলাকার মিলন মুন্সির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিবচর থানার ওসি সুব্রত গোলদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গরুর খামারে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই খামারে ১৪টি গরু বাধা ছিল। আগুনের টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা বাকি ১৩টি গরু পুড়ে যায়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের খামারের আরও সাড়ে ৩ হাজার মুরগি মারা গেছে। খামারের মালিক মিলন মুন্সি বলেন, গত বছর গরুগুলো কিনেছি। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। আমি অনেক কষ্ট করে তিলতিল করে গরুগুলোকে লালন পালন করেছি। বর্তমান বাজারমূল্যে গরুর খাবারের অনেক চড়া মূল্য। তিনি বলেন, খাদ্যের চড়া মূল্য থাকার পরও কিছুটা লাভের আশায় আমরা গরুগুলোকে পালন করেছি। আজকে বিভিন্ন গরুর হাটে গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই অগ্নিকাণ্ডে গরুর খামারের ১৩টি গরু এবং পাশে মুরগির খামারে প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে। ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved