প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ণ
পাঁচবিবিতে নিখোঁজের ৩দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ নিখোঁজের ৩ দিন পর পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের মোঃ আলাউদ্দিন (৫৯) নামের এক বৃদ্ধের মরদেহ তুলসীগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আজ বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার তুলসীগঙ্গা নদীর রান্তা ঘোনাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ হলেন- পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের মৃত আফসার আলী মন্ডলের পুত্র। তিনি পেশায় একজন সার্ভেয়ার ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানাগেছ, গত (৯ জুন) রাত ১০ টার দিকে বাড়ীর পাশে আম কুড়াতে বের হয় বৃদ্ধ আলাউদ্দিন। রাতে শেষে ভোর হলেও তিনি আর বাড়ীতে আসেননি। পরের দিন ভোর বেলা পরিবারের লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এদিকে নিখোঁজের দুইদিন অতিবাহিত হলেও বৃদ্ধ আলাউদ্দিনের সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিহতের ভাতিজা মোজাহার হোসেন বলেন, আমার চাচা নিখোঁজ হওয়ার দুইদিন পর কোথাও যখন সন্ধান পাচ্ছিলাম না, তখন আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের স্মরণাপন্ন হয়েছি। আমার চাচার কারো সঙ্গে কোনো ঝগড়া বিবাদ ছিলনা। এরআগে বাড়ীর পাশে তুলসীগঙ্গা নদীর ধার থেকে চাচার পরনের লুঙ্গি, আম কুড়ার জন্য একটি ব্যাগ, মোবাইল ফোনের ব্যাকপার্ট ও একটি হাসুয়া পাওয়া গেছে। তখনি আমরা ভেবেছি আমার চাচাকে কেউ হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved