হিলি ( দিনাজপুর) প্রতিনিধি
মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল -উল- আযহা উৎযাপন উপলক্ষে ১৪/০৬/২৪ শুক্রবার থেকে ২১/০৬/২৪ শুক্রবার পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল -উল- আযহা উৎযাপন উপলক্ষে আগামী কাল শুক্রবার (১৪ জুন ) থেকে শুক্রবার (২১ জুন) পর্যন্ত টানা ৮ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে । ঈদুল আযহা ছুটি শেষে শুক্রবার (২১ জুন ) সকাল সাড়ে ১০ টা থেকে যথারিতি কার্যক্রম আবারও চালু থাকবে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন ,মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল -উল- আযহা সরকার ঘোষিত ছুটির দিন ছুটি শেষে আবারো বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টর ওসি শেখ আশরাফুল আলম বলেন , ঈদুল আযহা উৎযাপনে বন্দর দিয়ে কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved