মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শুক্রবার ১৪ জুন এলাকায় রাত্রিকালীন জরুরি ডিউটি চলাকালীন অবস্থায় ডিমলা থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। খালিশা চাপানী ইউনিয়নের অন্তর্গত ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের ডালিয়া তিস্তা ব্যারেজ টু জলঢাকা রাস্তা গামী স্থানে একটি প্রাইভেট কার অবস্থান করে ডাকাতি এবং ছিনতাই এর প্রস্তুতি চলছে তখন সময় রাত ২:৩০ মিনিট তখন আমরা ছিল শুটিবাড়ি বাজারে তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশের পিকাব ভ্যান উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করে আমরা দ্রুত চারজনকে আটক করতে সক্ষম হই বাকি একজন পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তিরা হলেন বগুড়া জেলা সোনাতলা মালিয়াডাঙ্গা গ্রামের লরা মিয়া পুত্র আলমগীর হোসেন (৩২), বগুড়া জেলা সোনাতলা থানার পদ্মা পাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র সোনা মিয়া (৩০) বাঙালিপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর পুত্র আলী হোসেন বাবু (৩১) ইসলামবাগ গ্রামের মৃত বেলাল হোসেনের পুত্র মনিরুল হোসেন সবুজ উভয়ের থানা সৈয়দপুর জেলা নীলফামারী। শান্ত নামে একজন পলাতক।
পুলিশ সূত্রে জানাযায় ডিমলা থানা অফিসার ইনচার্জ দেবাশীষ কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীও ফোর্স এসআই উৎপল, এসআই ইমরান পুলিশ সদস্যদের মাধ্যমে একটি সিলভার কালার রংয়ের প্রাইভেট কার ঢাকা মেট্রো গ- ২৩-২৮২৫ সহ দেশীয় অস্ত্র মোবাইল ফোন টর্চ লাইট উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে ডিমলা থানার (ওসি) দেবাশীষ কুমার রায় সংবাদ কর্মীকে ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং ১৭ তারিখ ১৪ জুন/২৪ ধারা ১১৭/৩৯১/৩৪ আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল জেলা আদালতে প্রেরণ করা হবে। সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ আজ বিকালে ডিমলা থানায় এসে ডাকাতি ও ছিনতাই গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved