প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৪, ৩:১৫ অপরাহ্ণ
শেরপুরে আগাম ঈদুল আযহা’র জামাত অনুষ্ঠিত
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে শেরপুরের নকলায় চরকৈয়া গ্রামে আগাম ঈদুল আযহা পালিত হয়েছে। রবিবার (১৬জুন) সকালে ওই গ্রামে পবিত্র ঈদুল আযহার ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি জামায়াতে দুই’শ থেকে আড়াইশ মুসল্লী অংশগ্রহণ করে। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন। জামাতের ইমাম হিসেবে নামাজ পড়ান মাওলানা মো. হীরা মানিক।
এছাড়াও শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতলে পালিত হয়েছে ঈদুল আযহা।
উল্লেখ, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির আরবের সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা পালন করে থাকে। মুসুল্লীদের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved