প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৪, ১২:০২ অপরাহ্ণ
পাঁচবিবিতে রামচন্দ্রপুর গ্রামের রাস্তার বেহাল দশা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার ১নং বাগজানা ইউনিয়নের রামচনদ্রপুর মল্লিকপাড়া মোড় হতে রামচন্দ্রপুর হিন্দুপাড়া পর্যন্ত রাস্তাটি কয়েকদিনের বৃষ্টিতে কর্দমান্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে চরম বিপাকে পড়েছে এলাকার বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায় আটাপাড়া থেকে মল্লিকপাড়া পর্যন্ত রাস্তাটি হেরিংবোন ব্রিক পেভমেন্ট করা। কিন্তু মল্লিকপাড়া মোড় হতে দক্ষিণ দিকে রামচন্দ্রপুর হিন্দুপাড়া পর্যন্ত প্রায় দেড় কি.মি. রাস্তা সম্পূর্ণ কাঁচা অবস্থায় রয়েছে। গত ৫-৬ দিনের টানা বৃষ্টিতে মাটির কাঁচা রাস্তাটি কাদা হয়ে গেছে। সেই সাথে ট্রলিবাহি ট্রাক্টর চলাচলের ফলে রাস্তা দিয়ে গ্রামীণ যানবাহন ভ্যান, সাইকেল, মোটরসাইকেল এমনকি পায়ে চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামবাসি ফনি মন্ডল জানায় এবার ইরিবোরো ধান কাটামাড়াই করে কোন কৃষক রাস্তার এই দুর্দশার কারনে ফসল ঘরে তুলতে পারেনি। বিকল্প রাস্তাও নেই ফলে কৃষকরা উল্টো দিকে চকসমশের হয়ে শেকটা পেড়িয়ে প্রায় ৩ কি.মি. পথ পেড়িয়ে গিয়ে ধান বিক্রয় করেছে। এতে ধান পরিবহনের খরচ বেশী গুনতে হচ্ছে। এই রাস্তার কারনে কৃষক ব্যবসায়ী ক্রেতা বিক্রেতারা তাদের উৎপাদিত কৃষি পণ্য তরকারী ও সবজি নিয়ে বাগজানার হাটে আসতে না পারায় দুর্ভোগ চরম আকার ধারন করেছে। সামান্য বৃষ্টি হলেই চলছেনা মোটরবাইক অটো ভ্যান বাইসাইকেল সহ বিভিন্ন যানবাহন। ভুক্তভুগীরা আরো জানায় বৃষ্টি হলেই তারা মল্লিকপাড়া রাস্তা হয়ে আটাপাড়া ও তারপরে হিলি পাঁচবিবি যায়। বেহাল রাস্তার কারনে বাগজানা হাটে পণ্য আমদানীও কম হচ্ছে বলে কৃষক ও ক্রেতা সাধারন জানায়। রামচন্দ্রপুর হিন্দুপাড়ার বাসিন্দাদের দাবী অনতিলম্বে রাস্তার কাজ শুরু হোক, এবং এ ব্যাপারে এমপি মহদোয়ের আশুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন রামচন্দ্রপুর হিন্দুপাড়ার বাসিন্দারা। উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য নওশাদ আলী মন্ডল জানান, রাস্তাটি এমপির বরাদ্দকৃত রাস্তা। তিনিই পাকা রাস্তা নির্মানে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ইউনুস আলী মন্ডল বলেন, রাস্তাটি পাকা করার জন্য জয়পুরহাটের ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সামছুল আলম দুদুর নিকট আবেদন জানিয়েছি। তিনি অতি শীঘ্রই রাস্তাটি নির্মানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved