প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ণ
গোবিন্দগঞ্জে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে ডা: রোমানা শারমিনের মৃত্যু
গাইবান্ধাঃ জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ পৌর শহরের টিএনটি মোড়ে অবস্থিত সমৃদ্ধি ডায়াগনস্টিক ও ডায়াবেটিক সেন্টারের স্বত্বাধিকারী ডা: সাজেদুল ইসলাম সুজনের সহধর্মিণী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার ডা: রোমানা শারমিন রুম্পা বৃহস্পতিবার রাতে ঢাকায় একটি হাসপাতালে মারা গেছেন। ডা:সাজেদুল ইসলাম সুজনের পারিবারিক সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার হঠাৎ ডা: রুমানা শারমিন রুম্পা অসুস্থ হয়ে পড়লে প্রথমে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ট করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি। বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু বলেন, ডা. রুম্পা শহরের বৃন্দাবন পাড়ার মৃত আব্দুল কাউয়ুমের মেয়ে। সে বৃন্দাবন পাড়ায় তার পৈত্রিক বাড়িতে বসবাস করতেন। তার স্বামী ডা,সাজেদুল টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক। গত ১৯ জুন রাতে তিনি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ডাঃ রুম্পা মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বগুড়ায় আনা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved