প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ণ
নন্দীগ্রামে ঈদ পরবর্তী সময়ে অধিক মূল্যে দই-মিষ্টি বিক্রয়ের অভিযোগে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ঈদ পরবর্তী সময়ে অধিক মূল্যে দই-মিষ্টি বিক্রয়ের অভিযোগে ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ওস্তাদি দধি ভান্ডারের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে অবস্থিত ওস্তাদি দধি ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওস্তাদি দধি ভান্ডারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওস্তাদি দধি ভান্ডারের মালিক হবিবর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা করে। এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ বিষয়ে তিনি বলেন, প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। এর ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved