হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল সাড়ে এগারোটায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা ও কৃষি পণ্য বিতরণের আয়োজন করা হয়। ২০২৪/২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে হাকিমপুর উপজেলার একটি পৌরসভা ও তিন টি ইউনিয়নের ১০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার, ধান বীজ এবং ৩০ জনকে পিঁয়াজ বীজ বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন , হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন রাজ । উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় , হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মঈন উদ্দিন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম,হাকিমপুর উপজেলা বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যান ছদরুল ইসলাম, আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন , কৃষি সম্প্রসারন অফিসার মেজবাহুর রহমান সহ উপকারভোগী কৃষক, কৃষাণিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় হাকিমপুর উপজেলার ১০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেক কে ০৫ কেজি উফশী আউশ ধানের বীজ ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার দেওয়া হবে এবং ৩০ জন পিঁয়াজ চাষিকে ০১কেজি পিঁয়াজ বীজ ২০ কেজি ডিএপি ও এমপিও রাসায়নিক সার সহ বলাই নাশক দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারন অফিসার মেজবাহুর রহমান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved