মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২৩ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের পাশ থেকে অজগর সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেমনের পরিচালক স্বপন দেব সজল। সজল দেব জানান, সকালে অজগর সাপটিকে দেখে স্থানীয়রা রাসেল ভাইপার ভেবে অতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেমনে খবর দেয়। সাপটির কোন ক্ষতি না করার পরামর্শ দিয়ে দ্রæত ওই স্থানে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসি। এসময় বনবিভাগের এফডি সুব্রত সরকার উপস্থিত ছিলেন। উদ্ধার করা সাপটি ১২ ফুট লম্বা ও ২০ কেজি ওজন হবে। পরে সাপটিকে বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার ২২ জুন শ্রীমঙ্গল উপজেলার পৃথক তিনটি স্থান থেকে ১টি অজগর, ১টি বেত আঁচড় সাপ ও ২টি চিল উদ্ধার করে বনবিভাগকে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved