কুড়িগ্রাম প্রতিনিধি, ১৩ মে
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনের ফলে
সৃষ্ট খাদে পড়ে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার
যাদুরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধনারচর চরের গ্রামে এ ঘটনা ঘটে। ওই
ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ শিশুর নাম নাহিদ হাসান (১০)। সে ধনারচর চরের গ্রামের নজরুল
ইসলাম-নাজমা খাতুন দম্পতির ছেলে। শনিবার বিকালে ফায়ার সার্ভিসের
ডুবুরি দল ব্রহ্মপুত্রে অনুসন্ধান চালিয়ে নাহিদের মরদেহ উদ্ধার
করে।
স্থানীয়রা জানান, ধনারচর চরের গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদে ৫টি
ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে অসাধু ব্যবসায়ীরা।
নদের ওই স্থানে বেশি পানি নেই। গ্রামের শিশুরা প্রতিদিন নদে নেমে
গোসল করে। শনিবার দুপুরে নাহিদ ও তার খেলার সাথীরা গোসলে নামে।
এসময় নাহিদ হঠাৎ করে বালু উত্তোলনে সৃষ্টে খাদে পড়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান
চালিয়ে নাহিদের মরদেহ উদ্ধার করে।
এদিকে বালু উত্তোলনে সৃষ্ট খাদে পড়ে শিশু নিহত হওয়ার খবরে
ব্রহ্মপুত্রে তাৎক্ষণিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় থানা
পুলিশের সহায়তায় ড্রেজারের পাইপ ভেঙে দেওয়া হয়।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবিএম সারোয়ার রাব্বী
শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা ঘটনাস্থলে এসেছি।
অবৈধ এসব ড্রেজারের বিষয়ে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved