মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই ম্যাচে হারের দেখা পেয়েছে বাংলাদেশ। তবে এখনো শেষ হয়ে যায়নি টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন। সে জন্য অবশ্য মিলতে হবে বেশ কিছু সমীকরণ। সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হারের পর অনেকটা বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের পর পাল্টে যায় সবকিছু। প্রথমবার অজিদের হারিয়ে সেমির দৌড়ে বাংলাদেশকেও টিকিয়ে রেখেছে আফগানরা।
সুপার এইট পর্বে অজিরা যদি ভারতে বিপক্ষে জিতে এবং আফগানরা বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে এই গ্রুপে তিন দলেরই সমান ৪ পয়েন্ট হবে। সেই সময়ে রান রেটে এগিয়ে থাকা দল দুটি সেমিতে উঠে যাবে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া যদি ভারতকে ১ রানে হারায়, সেই ক্ষেতে সেমিতে যেতে আফগানদের কমপক্ষে ৩৬ রানে বাংলাদেশের বিপক্ষে জয় পেতে হবে।
আবার অজিরা যদি ম্যাচের একদম শেষ বলে জয় পায়, তাহলে ১৫ দশমিক ৪ ওভারে ১৬০ রান করে টাইগারদের বিপক্ষে জিততে হবে আফগানদের।
পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ী, বর্তমানে ভারতের নেট রানরেট +২.৪২৫। যা টপকানো বেশ কঠিন। এতে ভারতকে আটকাতে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে বেশ বড় ব্যবধানে জিততে হবে। অজিদের অন্তত ৪১ রানে জয় পেতে হবে এবং বাংলাদেশকে অন্তত ৮৩ রানে হারাতে হবে আফগানিস্তানের।
এদিকে, আজ (২৪ জুন) রাতে অজিদের যদি ভারত হারায় তাহলে সরাসরি গ্রুপের শীর্ষ দল হিসেবে সেরা চারে উঠে যাবে রোহিত শর্মার দল। তখন বাকি একটি স্লট নির্ভর করবে আফগান-বাংলাদেশের ম্যাচের ওপর। এক্ষেত্রে বাংলাদেশ যদি রশিদ-নবিদের বিপক্ষে হেরে যায়, তাহলে আফগানরা গ্রুপ রানার্স-আপ হিসেবে সেমিতে জায়গা করে নেবে।
অন্যদিকে, বাংলাদেশ যদি আফগানদের হারিয়ে দেয়, তাহলে তিন দলের পয়েন্টই হবে সমান ২। এক্ষেত্রে সামনে আসবে নেট রানরেটের হিসেব।
অজিদের বর্তমান নেট রানরেট +০.২২৩। আফগানরা বাংলাদেশের সঙ্গে ১ রানে হারলে, এতে অজিদের বাদ পড়তে ভারতের কাছে অন্তত ৩১ রানে হারতে হবে।
অন্যদিকে, ৩১ রানে জিতলে নেট রানরেটে আফগানদের পেছনে ফেলতে পারবে বাংলাদেশ। এতে অজিদেরও পেছনে ফেলতে হবে। তবে এই কাজের সক্ষমতা বাংলাদেশের হাতে নেই। যা ভারতকেই করতে হবে। অস্ট্রেলিয়াকে কমপক্ষে ৫৫ রানে হারাতে হবে। এই সমীকরণ আপাতদৃষ্টিতে বেশ কঠিন হলেও ক্রিকেটে সবই সম্ভব।
সেন্ট লুসিয়ায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচই বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের গুরুত্ব পুনর্নির্ধারণ করে দেবে। এই ম্যাচের পরই জানা যাবে সেমির দৌড়ে কোন কোন দল টিকে থাকছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved