নড়াইল প্রতিনিধিঃ তীব্র খরতাপ থেকে রক্ষা পেতে নড়াইলে শ্রমজীবীদের মাঝে ছাতা, ক্যাপ, বোতলজাত পানি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নড়াইলের সুলতান মঞ্চ চত্বর এবং নড়াইল প্রেসক্লাব সড়কে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মলয় কুন্ডু, আসলাম খান লুলু, মুন্সী শাহিন উল্লাহ মোহন, নাইমা জব্বারী, রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শামীম আহম্মেদ শুভ, উপ-যুব প্রধান বাবর মির্জা রনি, সদস্য প্রীতি, সুমি কর্মকার, সাজ্জাদ মোল্যা, পলাশ, অমিতসহ অনেকে।
এর আগে গত সোমবার (২৪ জুন) শহরের আদালত সড়ক, নড়াইল চৌরাস্তা, পুরাতন বাসটার্মিনাল এলাকাসহ বিভিন্ন সড়কে শ্রমজীবীদের মাঝে ছাতা, ক্যাপ, বোতলজাত পানি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved