মিলন পারভেজ : কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি দপ্তর চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বতীপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন। এ সময় উপস্থিত কৃষকদের মাঝে প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়। এর আগে র্যালি বের করা হয়। রেলী শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলা ২৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved