প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৪, ৪:১০ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে জালনোট প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মশালা
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) সোনালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখা প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক, জালনোট প্রতিরোধে জনসচেতনতা মূলক মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম পরিচালক (ক্যাশ) আবু তাহির মোঃ হাবিবুল্লাহ, স্মার্ট ব্যাংকিং সম্পর্কে অবহিত করেন বাংলাদেশ ব্যাংকের সহযোগী পরিচালক ফারহানা ইয়াসমিন। সচেতনতা মূলক বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুজিত কুমার রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved