প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৪, ৪:২১ অপরাহ্ণ
পাঁচবিবিতে পাট বীজ উৎপাদনকারী চাষীদের মাঝে ভাতা প্রদান
পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি:বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ", এই স্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের অধীন পাট চাষী প্রশিক্ষণ-২০২৪ শেষে ভাতা প্রদান অনুষ্ঠান আজ ২৬ জুন বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পাঁচবিবি শাখার আয়োজনে এ প্রশিক্ষণের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। পাট উন্নয়ন কর্মকর্তা সামছুল আলমের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন,বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক ও পাট উন্নয়ন সহকারি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ। শেষে ২টি ব্যাচে ৭৫ জন করে মোট ১৫০ জন পাট ও পাট বীজ উৎপাদনকারী চাষীদের মাঝে ভাতা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved