প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ
লালমনিরহাটে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত
লালমনিরহাটে সীমান্তে বিএসএফ এর গুলিতে আবারও এক বাংলাদেশী নিহত হয়েছে। ২৫ জুন মঙ্গলবার রাত ১২ টা ৫৪ মিনিটের দিকে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে ৪ থেকে ৫ জন বাংলাদেশী কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নং সীমান্ত পিলার দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই নিহত হন, নুরুল ইসলাম (৬০)। পরে সঙ্গীরা রাতের অন্ধকারে তার মরদেহ নিয়ে আসে। খবর পেয়ে উপজেলার গোড়ল এলাকার তদন্ত কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্যরা ওই মরদেহ উদ্ধার করে। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved