হিলি (দিনাজপুর) প্রতিনিধি
অর্থনৈতিক শুমারিতে সঠিক তথ্য দিন ম্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে অর্থনৈতিক শুমারি ২৩ শীর্ষক প্রকল্পের লিস্টিং কার্যক্রমের তালিকাকারী গনের ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
২৮ জুন শুক্রবার সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা পরিসংখ্যান অফিসের আয়জনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপত্বিতে অর্থনৈতিক শুমারি কার্যক্রমের তালিকাকারীগণে ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন রাজ।
আরো উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাহিন,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম , পরিসংখ্যা তদন্ত, আনিছুর রহমান সহ অনেকে।
হাকিমপুর উপজেলার ১ টি পৌরসভা এবং ৩টি ইউনিয়নের অর্থনৈতিক শুমারি শীর্ষক প্রকল্পের লিস্টং কার্যক্রমে ২৯জন নারী এবং ১৮ জন পুরুষ মোট ৪৭ জন কে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
আলোচনা শেষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved