মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : অরল্যান্ডোতে বলিভিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো পানামা। প্রথমবারের মতো কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য পানামার সামনে জয় বিহীণ কোনো লক্ষ্য ছিলনা। কিন্তু নিজেদের কাজটা ঠিকই করলো মধ্য আমেরিকার দেশটি। অবশ্য অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের হারে সমীকরণটা আরো সহজ হয়ে যায় তাদের।
ম্যাচে পুরোটা সময় আধিপত্য দেখিয়ে খেলতে থাকে পানামা৷ ২২ মিনিটেই এগিয়ে যায় পানামা। ক্রিশ্চিয়ান মার্টিনেজের এসিস্টে দারুণ গোল করেন হোসে ফায়ার্দো। গোল খেয়ে বলিভিয়া আক্রমণের ধার বাড়ায়। কিন্তু কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না তারা৷ ৬৯ মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরান ব্রুনো মিরান্ডা। কিন্তু সেই সমতা বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি বলিভিয়া। ৭৯ মিনিটে এদুয়ার্দো গুয়েরেরো পানামার হয়ে দ্বিতীয় গোলটি করেন। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে কার্যত ম্যাচ ওখানেই শেষ হয়ে যায়। ম্যাচ শেষের ৫ মিনিট আগে বলিভিয়ার কফিনে শেষ পেরেক ঢুকিয়ে দেন সেজার ইউনিস। ৩-১ ব্যবধানের এই জয়ে উরুগুয়ের সঙ্গী হয়ে কোয়ার্টারে উঠলো পানামা। কোয়ার্টার ফাইনালে পানামার প্রতিপক্ষ হবে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। উরুগুয়ে খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved