উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জনতা ব্যাংক লিমিটেড উলিপুর শাখার স্থানান্তর করা হয়েছে। রবিবার সকাল ১০টায় কেরামত উল্ল্যা মার্কেটের ২য় তলায় জনতা ব্যাংক লিমিটেড উলিপুর শাখার স্থানান্তর উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক কুড়িগ্রাম এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক এ.কে.এম সামছুল আলমের সভাপতিত্ব প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকে রংপুর বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল মতিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। জনতা ব্যাংক দূর্গাপুর শাখার ব্যবস্থাপক নাজিম হুসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর শাখা ব্যবস্থাপক গোলাম হাফিজ আরিফ মাহমুদ, কুড়িগ্রাম কর্পোরেট শাখার এসপিও ইনচার্জ লুৎফর রহমান, জেবিএল লালমনিরহাট শাখা ব্যবস্থাপক তপন কুমার রায়, ঋণ গ্রহীতাদের পক্ষে বক্তব্য রাখেন, মোশারফ হোসেন, ইকবাল হোসেন চাঁদ প্রমুখ।
এ ছাড়াও সমাবেশে ক্ষুদ্র, মাঝারি, কৃষি, ডেইরিফার্ম, পোলট্রি, সিসিসহ বিভিন্ন পর্যায়ের লোনী কারেন্ট, সেভিংস, চলতি, মেয়াদি ডিপোজিট স্কিম, সাধারণ গ্রাহকসহ বিভিন্ন পর্যায়ের গুণিজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved