সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ মে (রবিবার) তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপ-শহরে র্যালি শেষে শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং দুইজন স্বপ্নজয়ী মাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ২জন সংগ্রামী ও অসহায় মাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। স্বপ্নজয়ী মায়েরা হলেন তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রীর নাজমা খাতুন এবং জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের আকবর ফকিরের স্ত্রী আলেয়া বেগম। সংগ্রামী ও অসহায় নারীদের একজন হলেন শ^শুর বাড়ির লোকজন কর্র্তৃক দেয়া আগুনে ঝলসে যাওয়া আশা মন্ডল এবং অপরজন হলো অপ্রাপ্ত বয়স্ক কুমারী মেয়ে যিনি পোল্ট্রি ফার্ম মালিকের দ্বারা ধর্ষিত হবার পর মা হয়েছেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরাফাত হোসেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা থানার এসআই ইমন হাসান, শেয়ার বাংলাদেশ এর কর্মকর্তা প্রভাতী শীল, আশা মন্ডল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved