প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ
পাঁচবিবিতে পলি মালচিং পদ্ধতিতে মরিচ চাষে সাবলম্বী যুবক ইরফান হোসেন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আধুনিক পলি মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন বেকার যুবক মরিচ চাষী এরফান হোসেন (৩৫)। সে উপজেলার উচিতপুর গ্রামের আফজাল হোসেনের পুত্র। বেকারত্ব ঘুচাতে তিনি ফেব্রুয়ারি মাসে উচিৎপুর গ্রামের আম্বলতলী নামক স্থানে নিজের ১৫ শতাংশ জমিতে ৩ হাজার টাকায় ১ হাজার চারা সংগ্রহ করে পলি মালচিং পদ্ধতিতে মরিচ চাষ শুরু করেন। সরেজমিনে গেলে মরিচ চাষী বেকার যুবক ইরফান বলেন, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে নিয়মিত পরিচর্চার মাধ্যমে মাত্র ৫ মাসের মধ্যে বাম্পার ফলনের মুখ দেখি। আগে একটু দাম কম হলেও বাজারে এখন ১৮০ টাকা কেজি দরে পাইকারি এই মরিচ বিক্রি করছি। ইতিমধ্যে লক্ষাধিক টাকার মরিচ বিক্রি করেছি। বর্তমানে এখনও ভরপুর ফলন হচ্ছে। এরফানের এই পলিমালচিং পদ্ধতিতে কাঁচামরিচ চাষ দেখে আরো আগ্রহী হয়ে উঠেছেন আশপাশে গ্রামের অনেক চাষী ও বেকার যুবক।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন,আধুনিক পলি মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষীদের আমরা আমাদের কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি। এই পদ্ধতিতে মরিচ আবাদ করে যে অধিক লাভবান হওয়া যায় সেটা বেকার যুবক এরফান হোসেন একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved