প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
রাজারহাটে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ধরলা, তিস্তায় ভাঙন ও বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ০৫ জুলাই বিকাল ৩ঃ০০ঘটিকায় ধরলা পানিতে বন্যার্ত ১শত পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদেকুল হক নুরু। শুকনো খাবার প্যাকেটে চিড়া,মুড়ি,বিস্কুট,সেলাইন,
মোমবাতি ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট।
অপরদিকে শুক্রবার বিকেলে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদে তিস্তা নদীর ভাঙন ও বন্যার্ত ৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাউল বিতরণ করেন। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক। বিতরণকালে উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য মিনহাজুল ইসলাম,সদস্যা শেফালী বেগম, ছিনাই ইউনিয়ন পরিষদ সদস্য খালিদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved