এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় অবস্থিত সান্তাহার (কেন্দ্রীয় খাদ্য সংরণাগার) সিএসডিতেমোট খাদ্যগুদাম রয়েছে ৬৭টি। এই গুদামগুলোতে খাদ্য সংরক্ষণ করা যায় প্রায় ৮০ হাজার মে.টন ধান-চাল। যা দেশের ৩য় বৃহত্তর কেন্দ্রীয় খাদ্য সংরণাগার।বগুড়া,নওগাঁ,জয়পুরহাট,রংপুর,দিনাজপুর সহ উত্তরের সব জেলাথেকেএই খাদ্যগুদামে ধান-চাল সংরক্ষরন করা হয়। এই বৃহত্তর(খাদ্য সংরণাগার)সিএসডিতে স্থানীয় পরিবহন ও শ্রমিক ব্যয় কমাতেসেন্ট্রাল স্টোরেজ ডিপোতে স্থাপন করা হচ্ছে মিশ্রগেজ রেলপথ। রেলওয়ে পশ্চিমাঞ্চল(রাজশাহী) ইতিমধ্যে ৪০ কোটি টাকা ব্যয় সাপেে একটি প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার কাজশুরু করেছে। শীঘ্রই এ প্রকল্পের দরপত্র আহবান করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন করা হলে রেলপথে আমদানি করা এবং অভ্যন্তরীণ খাদ্যশস্য ওয়াগনে আসা ও যাওয়ায় লোড-আনলোডে স্থানীয় পরিবহন ও শ্রমিক বাবদ ব্যয় বহুলাংশে কমে যাবে। একই ভাবে এই সিএসডি থেকে দেশের অনত্র খাদ্যশস্য পাঠানো এবং অন্যত্র থেকে আসা খাদ্যশস্য আনলোড কাজ সরাসরি ওয়াগন থেকে হবে। লোড আনলোড কাজে স্থানীয় পরিবহন ব্যয় কমবে। সেই সঙ্গে রেলওয়ের পন্য পরিবহন খাতে রাজস্ব আয় বাড়বে। সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরণাগার সিএসডির ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ বলেন,ডুয়েলগেজ রেলপথ নির্মান প্রকল্প বাস্তবায়ন প্রস্তাব রেলওয়েকে দেওয়া হয়েছে। রেলওয়ের রেলপথ নির্মান দপ্তর সান্তাহারের সিনিয়র উপ-সহকারি প্রকৌশলী/পথ আফজাল হোসেন গনমাধ্যমকর্মীকে জানান,সান্তাহার সিএসডিতে শুধু মিটারগেজ রেললাইন আছে। যেটি বর্তমানে তেমন একটা কাজে লাগে না। এ কারনে খাদ্য অধিদপ্তরের চাহিদা মোতাবেক ডুয়েলগেজ লাইন স্থাপনের জন্য প্রায় ৪০কোটি টাকার একটি প্রকল্প পশ্চিমাঞ্চল রেলের প্রধান কার্যালয় রাজশাহীতে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কাজের টেন্ডার আহবান করা করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved