ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং সহ সামাজিক বিশৃঙ্খলা রোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক সভা করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।
রবিবার (৭ জুলাই) বেলা ১ টায় পৌরশহরের ঘোড়াঘাট আর.সি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভার আয়োজন করে থানা পুলিশ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, বর্তমানে দেশে সব চেয়ে মারাত্মকভাবে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ধাবিত হচ্ছে মাদকের নেশায়। এ মাদক রোধ করতে প্রথমে এগিয়ে আসতে হবে স্কুল, কলেজের শিক্ষার্থীকে। যে সমস্ত শিক্ষার্থীরা পড়া-লেখায় অধ্যায়নরত রয়েছে তাদের সহপাঠীদের মেলামেশায় লোভে পড়ে অনেকেই মাদক ব্যবসায় জড়িয়ে যায়। এ বিষয়ে সকল শিক্ষার্থীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সমাজ ও দেশ পরিবর্তনে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণে বিরাট ভুমিকা রাখতে পারে। যার যার অবস্থান থেকে এলাকায় বাল্যবিবাহ, মাদক, ইভটিজিংসহ কোনও ধরণের অপরাধ কর্মকান্ড নজরে পড়লেই সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। মাদকের নেশায় উঠতি বয়সের স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও তরুন সমাজ দিনদিন অপকর্মে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে প্রতিটি মা বাবা, শিক্ষকদের তাদের ছেলে-মেয়ে ও সন্তানদের চলাফেরা, আচরণ কর্মকান্ডের প্রতি খেয়াল রাখতে হবে। আর স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্রীদের যাওয়া-আসার পথে বখাটে যুবকরা নানা ধরণের অঙ্গ ও বাচনভঙ্গি করে ইভটিজিং করে থাকে। এটি প্রতিরোধে সর্বস্তরের জনগনকে সজাগ থাকতে হবে।
সমাজে নানা ধরণের অসংগতি রয়েছে, তার মাঝে এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয়নি, পড়া-লেখায় অধ্যায়ন রয়েছে সে সমস্ত কমবয়সী ছাত্রীদেরকে বাল্যবিবাহ থেকে দূরে সরে রাখতে সকালের প্রতিও আহ্বান জানান।
এসময় স্কুলের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved