পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে গতকাল বুধবার উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ড পীরগঞ্জ রংপুর জোন এর উদ্যোগে চাষিদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরন করা হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড পীরগঞ্জ ইউনিট এর আয়োজন ২০২৪/২৫ মৌসুমে তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধির ল্েয ুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতারণ করা হয়। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের উপ-পরিচালক আবু ইলিয়াছ মিয়ার সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান বক্তব্য রাখেন। তিনি বলেন-তুলা আমাদের অর্থকরী ফসল। তুলা থেকে বস্ত্র তৈরি করা হয়। আমাদের দেশে তুলার উৎপাদন কম হওয়ায় বাহিরের দেশে থেকে তুলা সংগ্রহ করতে হয়। তাই তুলা চাষে আগ্রহী হতে হবে । উৎপাদন বাড়লে আমাদের আর বাহিরের দেশের অপোয় থাকতে হবে না। তাছাড়াও তুলা একটি লাভজনক ফসল। একই জমিতে তুলাসহ সাথী ফসলের চাষাবাদও করা যায়। এতে করে চাষিরা অল্প খরচে লাভবান হতে পারে বলেও বক্তারা উল্লেখ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা, কৃষি অফিসার সাদেকুজ্জামান সরকার, রংপুর জোন এর কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম, কীটপতঙ্গ বিশেষজ্ঞ শামীমা নাসরিন, পীরগঞ্জ ইউনিটের কটন ইউনিট অফিসার খাদেমুল বাসার এবং তুলা চাষিগণ। শেষে ৭০ জন কৃষককে প্রনোদনা হিসেবে সার, বীজ ও কীটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved