মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর ও জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্টানকে ২৬ হাজার টাকার জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও রাজনগর থানা পুলিশের একটি টিমের সহায়তায় রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ২টি প্রতিষ্টনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বুধবার মৌলভীবাজার জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে লুৎফুর ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা, আশোক ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved