প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ
রাজারহাটে পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে গত বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ ঘটিকায় উপজেলায় দিনব্যাপী পাটচাষীদের নিয়ে পাট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পল্লী উন্নয়ন হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক খামারবাড়ী কুড়িগ্রামের মোঃ আব্দুল্লাহ্ আল মামুদ, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মণ্ডল সৈকত ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। প্রশিক্ষণে তালিকাভুক্ত ৭৫ জন প্রকৃত পাটচাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় রাজারহাট উপজেলায় চলতি মৌসুমে পাটের আশনুরূপ ফলন হবে বলে চাষিরা আশা ব্যক্ত করেন। তবে এ সময় সরকারের কাছে পাটের ন্যায্যমূল্য চাষিরা দাবি করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved