মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : যুক্তরাজ্য সম্ভবত ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্রিটিশ সরকার ইসরায়েলি জ্যেষ্ঠ নেতাদের ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার বিষয়ে যে আপত্তি তুলেছিল, সেটাও প্রত্যাহার করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে লেবার পার্টির নির্ভরযোগ্য সূত্রগুলো মিডল ইস্ট আইকে জানিয়েছে, আগামী দিনে ব্রিটিশ সরকার অস্ত্র বিক্রির ওপর কিছু বিধিনিষেধ দিতে পারে। তবে বিক্রি সম্পূর্ণভাবে স্থগিত করবে না।
সূত্রগুলো মিডল ইস্ট আইকে জানিয়েছে, যুক্তরাজ্যের আসন্ন নিষেধাজ্ঞাগুলো আক্রমণাত্মক অস্ত্র বিক্রির ওপর হতে পারে।
এ বিষয়ে দেশটির পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি গত সপ্তাহে বলেছিলেন, তিনি তার অফিসে প্রথম কার্যদিবসে সবাইকে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিষয়টি নিয়ে ব্যাপক পর্যালোচনার অনুরোধ করেছিলেন।
ডেভিড ল্যামি সংসদ সদস্যদের বলেছিলেন, ইসরায়েলে হুথি, হিজবুল্লাহ এবং হামাসের আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের চুপ করে বসে থাকা ঠিক হবে না।
তিনি পরামর্শ দিয়েছিলেন, যেসব আক্রমণাত্মক অস্ত্র ইসরায়েল গাজায় ব্যবহার করতে পারে, তার দেশ সেগুলোর ওপর নজর রাখছে।
যুক্তরাজ্য ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের কাছে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং অন্যান্য নিয়ন্ত্রিত সরঞ্জাম বিক্রির জন্য শতাধিক রপ্তানি লাইসেন্স অনুমোদন দিয়েছে।
দেশটির ব্যবসা-বাণিজ্য বিভাগ চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্টে একটি হলফনামা দাখিল করে; যা অস্ত্র রপ্তানি তত্ত্বাবধানকারী সরকারি ইউনিট ২৮টি লাইসেন্স এবং ২৮টি মুলতবি থাকা আবেদন চিহ্নিত করেছে। আর এর মাধ্যমে অস্ত্র সংগ্রহ করে ইসরায়েলি বাহিনী গাজায় একটানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
এ বিষয়গুলোই ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির ওপর যে কোনো নতুন বিধিনিষেধ আরোপের কারণ হতে পারে।
এ বিষয়ে আরব-ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং কাউন্সিলের পরিচালক ক্রিস ডয়েল মিডল ইস্ট আইকে বলেছেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার যে সম্ভাব্য পদক্ষেপগুলো নিতে পারে, সেগুলোকে বেশ ভালোভাবেই স্বাগত জানানো হবে। যদি তারা সেই অস্ত্র বিক্রির জন্য অর্থপূর্ণ বিধিনিষেধ জারি করে এবং তা যদি যেকোনো উপায়ে ইসরায়েলের ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে।
এর আগে ওয়াশিংটনও ইসরায়েলে আক্রমণাত্মক অস্ত্র হস্তান্তর স্থগিত করার হুমকি দিয়েছে। চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বলে হুমকি দেন যে, ইসরায়েল যদি গাজার রাফাহতে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালায়, তাহলে ইসরাইলে আক্রমণাত্মক অস্ত্র হস্তান্তর স্থগিত করা হবে। যদিও তার এ পদক্ষেপ আর সামনে আগায়নি।
অন্যদিকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) গত সপ্তাহে একটি পরামর্শমূলক মতামত জারি করে বলেছে, ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলি দখল বেআইনি এবং এটা যত দ্রুত সম্ভব শেষ করা উচিত।
এতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের সৃষ্টি করা অবৈধ পরিস্থিতি রক্ষণাবেক্ষণে সহায়তাকারী বাণিজ্য বা বিনিয়োগ সম্পর্ক প্রতিরোধে পদক্ষেপ নেওয়া যুক্তরাজ্যসহ আইসিজের সদস্য দেশগুলোর দায়িত্বের মধ্যে পড়ে।
খবর মিডলইস্ট আইয়ের
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved