মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : স্বল্প দূরত্বে আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রেল ভবনে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানিয়েছে, শুরুতে শুধু মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে। এরপর আস্তে আস্তে আন্তঃনগর ট্রেন চালু করা হবে।
এর আগে গত বুধবার (২৪ জুলাই) রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম জানিয়েছিলেন, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হলেও মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে। আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কর্মসূচির মধ্যে গত ১৮ জুলাই দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে সেদিন দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এরপর সরকারের সিদ্ধান্ত মোতাবেক রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়। যা এখনো সচল হয়নি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved