মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দেশে চলমান পরিস্থিতিতে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির সময়সীমা। আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এ সময়সীমা।
এ ব্যাপাারে বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডসমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।
প্রসঙ্গত, এর আগেও ভর্তির সময় এক দফা বাড়ানো হয়েছে।
এর আগে গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয় যা ২৫ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved