আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে তরুণদের মাঝে একটি ফুটবল ও দুই সেট জার্সি প্রদান করেছেন ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। শনিবার বিকালে সান্তাহার রেলওয়ে ইন্সটিটিউট মাঠে তাদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তানজিম মাহমুদ ফারুক হোসেন ও তার মেয়ে শাকিরা মোস্তারি বর্ণা প্রমূখ। এরপর ওই মাঠে দমদমা দণিপাড়ার যুবসমাজের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটির উদ্বোধন ঘোষণা করেন নাহিদ সুলতানা তৃপ্তি। প্রতিযোগিতায় সজল গ্রুপকে ২-০ গোলে হারিয়ে জেন্টু গ্রুপ চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন মোরশেদুল ইসলাম।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি মাদক ও অপসংস্কৃতি ছেড়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসার আহবান জানানা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved