প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে প্রশাসন ও ব্যবসা বানিজ্য স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের উৎসাহ
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশাসন, ব্যবসা বানিজ্য স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের আতঙ্ক কাটাতে শিক্ষার্থীরা মিছিল সহকারে উৎসাহিত করছেন। থানা ও উপজেলায় গিয়ে কর্মচাঞ্চল্য ফেরাতে কর্মকর্তাদের উৎসাহিত করছেন।
রোববার (১১ আগস্ট) দুপুরে শিত্ষার্থীরা জনসাধারণকে অভয় ও উৎসাহিত করতে একটি মিছিল বের করেন। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানুষকে নির্বিগ্নে ব্যবসা বানিজ্য করতে উৎসাহিত করেন। পরে তারা থানা ও উপজেলা প্রশাসনে গিয়ে কর্মচাঞ্চল্য ফেরাতে কর্মকর্তাদের অভয় উৎসাহিত করেন। এসময় শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শ্রীমঙ্গলের বিভিন্ন সড়ক যানজটমুক্ত রাখতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্খীরা দায়িত্ব পালন করে আসছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved