কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়াসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, উপাসনালয় ভাংচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও সকল নির্যাতনে জড়িত দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শান্তি এবং আর্থিক ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. সুভাষ চন্দ্র মিত্র।
বক্তব্য রাখেন মদন মোহন সেবাশ্রমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক টেনসুয়ে রাখাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক অমল কর্মকার, নমিতা দত্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর থেকে সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, বসতঘর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকার পরিবর্তনের সাথে সাথে এভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে দেশ স্বাধীনের পর থেকে। তাই এ নির্যাতন বন্ধে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে কেন্দ্র ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved