সমাজসেবা অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, ডাক্তার সুব্রত কুমার, সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম কুমার সরকার, শহর সমাজসেবা অফিসার সুজা উদ্দীনসহ অনেকে।
শহর সমাজসেবা অফিসার সুজা উদ্দীন জানান, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জনপ্রতি এককালীন ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
এর মধ্যে নড়াইল সদরে ১০২ জন রোগীর মাঝে ৫১ লাখ টাকার চেক এবং শহর সমাজসেবার আওতায় ২২জন রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved