প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
লালমনিরহাট জেলা প্রশাসনের সাথে জেলা জামায়াতের মতবিনিময়
মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাট জেলা প্রশাসকের সাথে জেলা জামায়াতের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করা হয়েছে।
সোমবার ১২ আগষ্ট ২০২৪ ইং তারিখ সকাল ১১ টায় লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ এর সাথে লালমনিরহাট জেলার আইন শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অধ্যাপক আতাউর রহমান বলেছেন, লালমনিরহাট জেলায় ৪৫০ টি জামায়াতের টিম রয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশের হিন্দু সম্প্রদায়ের লোক জনের বাড়ি - ঘর ও মন্দিরের উপর হামলা, ভাংচুর, অত্যাচার, নির্যাতন এবং জুলুম না হয়। সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা কর্মী গন নিরাপত্তা দিয়ে আসছেন। তিনি আরও জানান, বৈষম্য ছাএ আন্দোলনের মধ্যদিয়ে বাংলাদেশ ২য়বার যুদ্ধ করে জয়ী হয়েছে। এ যুদ্ধে আবু সাইদসহ যারা শহীদ হয়েছে,তারা এদেশের ২য় মহানায়ক তাদের অবদান ইতিহাস হয়ে থাকবে। ওই মহানায়কদের রক্তের বিনিময়ে জুলুমবাজ ও স্বৈরাশাসক আ,লীগ সরকারের পতন হয়। পতনের পর থেকে বিভিন্ন ষড়যন্র অব্যহত রেখে দেশকে অস্হিতিশীল করতে চায়। তাদের সকল ষড়যন্ত্র কে রুখে দিতে হবে। জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিং এ -তিনি এসব কথা বলেন। অপরদিকে ওই দিন দুপুর সাড়ে ১২ টা নাগাদ লালমনিরহাট পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সাথেও মতবিনিময় করেছে। মতবিনিময়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ আবু তাহের, সহকারী সেক্রেটারী হাফেজ শাহআলম, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউল ইসলাম ফাতেমী পাভেল, জেলা কর্মপরিষদ সদস্য লালমনিরহাট ২ নং আসনের নমিনি জননেতা এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved