ফরহাদ খান, নড়াইল
‘সমাজ বিনির্মাণে নড়াইলে ওলামা-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল আবনায়ে কাসেম ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (২১ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকার মিরপুর এলাকার দারুল উলূম ইবরাহিমীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইমরান বিন ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-মাদরাসাতুদ দাওয়াতিল ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলামের সদস্য মুফতি মাহমুদুল হাসান গুনভী।
মাওলানা মামুন মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের ত্রাণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব, জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি জেনারেল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়ব্দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলনের জেলা আমির মাওলানা খায়রুজ্জামান, সেক্রেটারি নাসির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমান, মাওলানা মহসিন উদ্দিন, মুফতি মঈন উদ্দিন, মাওলানা ইকরামুল হক, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা বিলাল-ই-হুসাইন, মাওলানা রিজাউল করিমসহ অনেকে।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার-জালেম সরকার বিদায় নিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আলেম-ওলামারা বেশি নির্যাতন, মিথ্যা মামলা, জেল-জুলুম, গুম ও হত্যাকান্ডসহ বিভিন্ন ধরণের অত্যাচারের শিকার হয়েছেন। এখন সবাই স্বাধীনতা পেয়েছেন। কথা বলার পরিবেশ হয়েছে। এ প্রেক্ষাপটে সমাজ বিনির্মাণে আলেম, ওলামা ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা রয়েছে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আলেম-ওলামাদের বিভক্তি দুর করতে হবে। ভালো ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে জনকল্যাণে কাজ করতে হবে। #
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved