প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ
ফুলবাড়ীতে জীবন্ত গাছ থেকে ব্যানার ফেস্টুন অপসারণ করলো ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন অপসারণ কর্মসূচি পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি।
"গাছ বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও"এই স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার ও আশপাশ এলাকার গাছে থাকা ব্যানার ফেস্টুন অপসারণ করেন স্বেচ্ছাসেবী এই সংগঠনের সদস্যরা। এছাড়াও নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাছে পেরেক দিয়ে লাগানো ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়। জীবন্ত গাছ থেকে সংগঠনটির এ ব্যানার ফেস্টুন অপসারণের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নাহিদ হাসান জানান, প্রতিটি হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ বজায় রাখতে আজকের এই কর্মসূচি পালন করছি। আগামী দিনে আমাদের এরকম কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved