মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মন্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মন্জুরুল ইসলাম উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুনট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাজেদুর রহমান জানান গতকাল মধ্যরাতে শাহাপুর কামারপাড়া সীমান্তে স্হানীয়রা গুলির আওয়াজ শুনতে পায়। সীমান্তের ৫০ মিটার দূরে মনজুরুলের লাশ পড়ে ছিল।পরে পরিবারের লোকজন মনজুরুলের লাশ উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। তবে কী কারণে সীমান্তের কাটাতারের কাছে তিনি গিয়েছিলেন সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved