হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা উপজেলা সদরের পোস্ট অফিস মোড়ে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে হোমনা থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা ১২টি অবৈধ ফলের দোকান উচ্ছেদ করা হয়েছে।
হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ফুটপাতে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করায় জন সাধারণের চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। এছাড়া এর কারণে বাজারে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে। উপজেলা পরিষদের আইনশৃংখলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে বাজারের যানজট নিরসন ও পথচারীদের চলাচলের জন্য ফুটপাতের অবৈধ এসব দোকান উচ্ছেদ করা হয়। এর আগে ফুটপাতের এ ব্যবসা অন্যত্র সরিয়ে নিতে ব্যবসায়ীদের বলা হলেও তারা তাদের মালামাল সরিয়ে না নেওয়ায় গতকাল অভিযানের মাধ্যমে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved