হিলি প্রতিনিধি
সরবরাহ কমে যাওয়ার অজুহাতে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা ও কাঁচা মরিচ কেজিতে ২০ টাকা বাড়ছে। তিন দিনের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়লো। ক্রেতারা বলছেন,লাফিয়ে লাফিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়ছে।
রবিবার (১৪ মে) পাইকারি বাজারে ১০০ টাকা কেজি বিক্রি হলেও আজ বুধবার সেই মরিচ কেজিতে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। রবিবার পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই দেশি পেঁয়াজ কেজিতে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন,তিন দিন আগেও বাজারে সরবরাহ বৃদ্ধি থাকায় কাঁচা মরিচ পাইকারি বাজারে বিক্রি হয়েছিল ১০০ টাকা কেজি দরে।আজ সরবরাহ কমে যাওয়ায় কেজিতে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সাজু নামে একজন ক্রেতা বলেন,রবিবার মরিচ ১০০ টাকা কেজি কিনেছি।আজ ১২০ টাকা কেজিতে কিনলাম।
কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন,কাঁচা পণ্য সকালে বাড়ে, বিকেলে কমে। আমরা বেশি দামে কিনলেই বেশি বিক্রি করি। আবার কম দামে কিনলে কম দামেই বিক্রি করে থাকি। সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়।
তিনি বলেন, পঞ্চগড়, ডোমার, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ বাড়লেও তীব্র দাবদাহের কারণে সরবরাহ কমে যাচ্ছে। সরবরাহ বৃদ্ধি হলে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে।
পাইকারি পেঁয়াজ বিক্রেতা আবু তাহের হোসেন বলেন,পাবনাতে দেশীয় পেঁয়াজ ২৭০০ থেকে ২৮০০ টাকা মন বিক্রয় হচ্ছে।মোকামেই পেঁয়াজের দাম বেশি।আজ বুধবার বিক্রি করছি ৭০ টাকা কেজি দরে। যা গত তিন দিন আগে ৬৫ টাকা কেজি দরে বিক্রয় করছি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved