কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি। ।
পটুয়াখালীর কলাপাড়ায় ১১ দফা দাবি আদায়ে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জমি হারানো সাত গ্রামের ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের বেকার যুবকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মূলসমন্বয়ক ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল অন্তর, সোয়েবুর রহমান, শিমুল, ইমরান হোসেন,লিমন, পারভেজ।
৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, দূর্নীতির সাথে জড়িত আওয়ামী সরকারের নিয়োগ কৃত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এএম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মাওলাকে দূর্ণীতির দায়ে পদত্যাগ, চুক্তি ভিত্তিক ও আউট সোর্সিংয়ের মাধ্যমে সকল অবৈধ নিয়োগ বাতিল, ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে চাকুরী ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। তাদের এ দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের সামনে গণঅবস্থান কর্মসূচীর ঘোষণা দেন।
মানববন্ধন শেষে এ দাবি আদায়ের লক্ষ্যে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তাদের ভবিষ্যত আন্দোলন কর্মসূচী ঘোষণা করেন মূলসমন্বয়ক ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল অন্তর।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved